Monday, October 31, 2016

Bangladesh Police RAB Info



Free Download From Google Play



আমাদের দৈনিন্দন জীবনে প্রায়ই বিভিন্ন বিপদ স্মমুখীন হতে হয়। আর এইসব বিপদ থেকে মুক্তির জন্য আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগীতা প্রয়োজন পড়ে। কিন্তু প্রয়োজনের সময় সঠিক জিনিস গুলো খুজে পাওয়া খুবই কঠিন। তাই মোবাইলে আইন শৃঙ্খলা বাহিনীর নম্বর থাকাটা একান্ত প্রয়োজন । তাহলে যে কোন বিপদের সময় আপনি সহজেই বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে বাংলাদেশ পুলিশও র‍্যাব অন্যতম। এই দুটি বাহিনী সরাসরি জনগণ এর নিরাপত্তা জন্য কাজ করে। আপনি যেকোন সময় আপনার নিরাপত্তা ও দেশের নিরাপত্তার স্বার্থে যেকোন অভিযোগ বা ডায়েরী করে নিতে পারেন। এই অ্যাপসটিতে র‍্যাবের ঠিকানা ও নম্বর, বাংলাদেশ পুলিশ সদর দপ্তর, ডিএমপি - ঢাকা, সিএমপি - চট্রগ্রাম, কেএমপি - খুলনা, আরএমপি - রাজশাহী, ঢাকা বিভাগ, চট্রগ্রাম বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, সিলেট বিভাগ, হাই রেঙ্কড পুলিশ এর সকল Officer In Charge দের ফোন নাম্বার দেয়া হয়েছে।

Rapid Action Battalion (র‍্যাব বাংলাদেশ ) যে সমস্ত দায়িত্ব পালন করে থাকে -
১। আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা।
২। অবৈধ অস্ত্র-গোলাবারুদ, বিস্ফোরক এবং এই ধরণের ক্ষতিকারক দ্রব্য ‌উদ্ধার।
৩। অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার করা।
৪। আইন শৃংখলা পরিস্থিতি রক্ষায় অন্যান্য আইন শৃংখলা সহায়তা প্রদান করা।
৫। যে কোন সংঘটিত অপরাধ ও অপরাধীদের সম্পর্কে গোয়েন্দা তথ্য প্রদান করা।
৬। সরকারী আদেশ অনুসারে যে কোন অপরাধের তদন্ত করা।
৭। অন্যান্য যে কোন সরকারী দায়িত্ব কর্তব্য।
৮। জমি জমা বা টাকা-পয়সা সংক্রান্ত কোন অভিযোগ র‌্যাব কর্তৃক গ্রহণ করা হয় না ।
৯। ব্যক্তিগত বা পারিবারিক কোন সমস্যা (Bangla Crime) র‌্যাব কর্তৃক গ্রহণ করা হয় না ।

বাংলাদেশ পুলিশ  (Police BD ):
১। বাংলাদেশ পুলিশ বাংলাদেশের সাধারণ জনগণের সেবা করে।
২। প্রতিটি নাগরিক আইনের দৃষ্টিতে তাদের জাতিগত, ধর্ম, জাতি এবং রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক শ্রেণীর নির্বিশেষে সমান ।
৩। First come first serve - এই নিয়মে বাংলাদেশ পুলিশ জনগণের সহযোগিতা করে।
৪। বাংলাদেশ পুলিশ তার সকল সদস্যদের সক্ষমতা ও সম্মতি মানবাধিকার, ন্যায়বিচার থেকে ন্যায়সঙ্গত এক্সেস, এবং আত্মা অনুযায়ী আইনের শাসনের প্রতি সম্মান উপর ভিত্তি করে একটি নিরাপদ এবং securer পরিবেশ সৃষ্টির জন্য একটি সহযোগীতা পদ্ধতিতে অবদান উন্নত করার লক্ষ্যে কাজ করে

বাংলাদেশ পুলিশের অন্যান্য ব্রাঞ্ছ সমুহ :

Tourist Police=
All DMP Police numbers
Police headquarters number
Bangladesh police station phone number
BD Police phone number
Range and District Police
Metropolitan Police
Traffic Police
Dhaka Police Station List
Special Branch Bangladesh
Immigration Police
Criminal Investigation Department (CID)
Railway Police (GRP)
Highway Police Bangladesh
Industrial Police
Police Bureau of Investigation (PBI)
Special Security and Protection Battalion (SPBn)
Armed Police Battalion (APBn)
Airport Armed Police (AAP)
Rapid Action Battalion (RAB)
Police Internal Oversight (PIO)
River Police
Bangladesh Mohila Police phone book / Women Police Constable Rank List
Police Telecom and Information Management
Digital Intelligence Bureau (DIB)
Detective Branch
SWAT
Counter Terrorism and Transnational Crime unit
Range Reserve Force (RRF)
Special Armed Force
Bangladesh all thana name and numbers

https://play.google.com/store/apps/details?id=com.bangladesh.rabpolicecontact

No comments:

Post a Comment